কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 5√2 সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?
A 125 ঘন সে.মি.
B 150 ঘন সে.মি.
C 225 ঘন সে.মি.
D 250 ঘন সে.মি.
Solution
Correct Answer: Option A
মনে করি,
ঘনকের এক ধার = a
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2
প্রশ্নমতে,
a√2 = 5√2
∴ a = 5
ঘনকটির আয়তন = a3
= 53
= 125 ঘন সে.মি.