একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 50 বর্গমিটার ও আয়তন 125 ঘনমিটার। বেলনটির ভূমির ব্যাসার্ধ কত?

A 10 মিটার

B 8 মিটার

C 5 মিটার

D 6 মিটার

Solution

Correct Answer: Option C

আমরা জানি,
বেলনের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh বর্গ একক ও
আয়তন πr2h ঘন একক।

প্রশ্নমতে,
2πrh = 50
ও πr2h = 125

∴ (2πrh)/(πr2h) = 50/125
বা, 2/r = 2/5
∴ r = 5

∴ বেলনের ভূমির ব্যাসার্ধ 5 মিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions