Solution
Correct Answer: Option D
- রাখালী বাংলাদেশের পল্লি কবি জসীমউদ্দীনের ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই।
- জসীমউদ্দীনের তরুন বয়সের লেখা কবিতাগুলো রয়েছে।
- বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়।
- প্রচ্ছদ একেঁছেন নন্দলাল বসু। পৃষ্ঠা সংখ্যা ৬৮। কবিতা গুলোতে পল্লির জীবন বেশি প্রভাব রয়েছে।
- বইটিতে ১৯টি কবিতা আছে এর মধ্য কবর কবিতাটি বেশ জনপ্রিয় হয়। ২টি কবিতা গান এর সুরে গান হিসেবে প্রচলিত।
কবিতাগুলো হলো-
১) রাখালী
২) সিঁদুরে বেসাতি (মেয়েলি গানের সুর)
৩) কিশোরী
৪) বৈদেশী বন্ধু (গান বারমাসি)
৫) রাখাল ছেলে
৬) কবর
৭) মা
৮) সুজন বন্ধুরে (গান)
৯) বৈরাগী আর বোস্টমী যায়
১০) জেলে গাঙে মাছ ধরিতে যায়
১১) মনই যদি নিবি
১২) পল্লি জননী
১৩) পাহাড়িয়া
১৪) শাক তুলুনী
১৫) কৃষান-দুলালি
১৬) গহীন গাঙের নায়া
১৭) তরুণ কিশোর
১৮) মনা শেখ
১৯) বোশেখ শেষের মাঠ
- অন্যদিকে, আনন্দ কুসুম এর রচয়িতা নির্মলেন্দু গুণ ।