এই উপমহাদেশে কোন ধর্ম প্রচার করার জন্য বাংলা গদ্যের বিকাশ শুরু হয়েছিল?
A খ্রিস্টধর্ম
B বৌদ্ধধর্ম
C ইসলাম ধর্ম
D হিন্দু ধর্ম
Solution
Correct Answer: Option A
- উনিশ শতকে বাংলা লিখিত গদ্যের উদ্ভব ও বিকাশের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বিদেশীরা।
- আঠারো শতকের শেষে কয়েকজন ইংরেজ মিশনারী এদেশে খ্রিস্টধর্ম প্রচারে আগ্নিয়োগ করেন।
- উইলিয়াম কেরী এবং টমাস ছিলেন তাঁদের অন্যতম।
- এরাই ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতার অদূরে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন।
- এ মিশন থেকে বাংলা গদ্যে বাইবেল-এর অনুবাদ এবং ধর্মগ্রন্থাদি প্রকাশিত হয়।
- এ-সময়ই ধর্মগ্রন্থ অনুবাদের পাশাপাশি বাংলা গদ্য পাঠ্যপুস্তকের ভাষার স্তরে উন্নীত হয় ।
- উইলিয়াম কেরী এক্ষেত্রেও পালন করেন তাৎপর্যপূর্ণ ভূমিকা।