Solution
Correct Answer: Option D
পঞ্চপাণ্ডবঃ আধুনিক বাংলা সাহিত্যে ত্রিশের দশকের পাঁচজন প্রধান কবিকে একত্রে পঞ্চপাণ্ডব বলা হয়।
উনারা হলেন-
- বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪),
- জীবনান্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪),
- সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০),
- বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২) ও
- অমিয় চক্রাবরতী (১৯০১ - ১৯৮৭)।