ঢাকা থেকে চট্টগ্রামে 5টি ট্রেন যায় ও 5টি ট্রেন আসে। একটি লোক এক ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে কত প্রকারে অপর এক ট্রেনে ঢাকা ফিরে আসতে পারবে?
A 4 প্রকারে
B 10 প্রকারে
C 16 প্রকারে
D 20 প্রকারে
Solution
Correct Answer: Option D
যে ট্রেনে যাবে সে ট্রেন ছাড়া অন্য ট্রেনগুলোতে ফিরতে হবে।
দেওয়া আছে,
ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উপায় 5টি।
1টি ট্রেনে গিয়ে ফিরতে পারবে (5-1) = 4 প্রকারে
∴ 5টি ট্রেনে গিয়ে ফিরতে পারবে = (5 x 4) = 20 প্রকারে