দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে ল.সা.গু কত?
Solution
Correct Answer: Option D
দেয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬
মনে করি,
একটি সংখ্যা ৫ক এবং
অপর সংখ্যাটি ৬ক
সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩০ক
শর্তমতে,
ক = ৮
সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক
= ৩০ × ৮
= ২৪০