প্রকৃত - প্রত্যয়ের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
A √ দৃশ্ + অনীয় = দর্শনীয়
B দিন + ইক = দৈনিক
C দা + অপট = দাপট
D √ নন্দি + অন = নন্দন
Solution
Correct Answer: Option C
- 'দাপট' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়: দাপ + অট।
- 'নন্দন' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়: √ নন্দি + অন।
- 'দর্শনীয়' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়: √ দৃশ্ + অনীয়।
- 'দৈনিক' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় = দিন + ইক।