‘নক্সী কাঁথার মাঠ ‘ কোন জাতীয় কাব্য? 

A চম্পুকাব্য

B কাহিনিকাব্য

C গাঁথাকাব্য

D উপাখ্যান

Solution

Correct Answer: Option B

- নক্সী কাঁথার মাঠ, জারিগান ও গাঙ্গের পার এগুলো হলো কবি জসীম উদদীন রচিত গানের সংকলন এবং এটি একটি কাহিনিকাব্য।

জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো:
 - রঙ্গিলা নায়ের মাঝি ,
 - ধানক্ষেত, 
 - রূপবতী, 
 - রাখালী, বালুচর, 
 - মাটির কান্না ইত্যাদি। 
 
শিশুতোষ গ্রন্থগুলো হলো:
 -হাসু, এক পয়সার বাঁশি ও ডালিম কুমার। 
 
তার রচিত নাটকগুলো:
- মধুমালা, 
- বেদের মেয়ে, 
- পল্লীবধূ ও গ্রামের মায়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions