কটা বাজে কত মিনিট তা সংখ্যায় নির্দেশ করতে কোন যতিচিহ্নটি ব্যবহৃত হয়?
A সেমিকোলন
B কোলন
C কমা
D ড্যাশ
Solution
Correct Answer: Option B
"কোলন" যতিচিহ্ন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন:
'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'
নিম্নলিখিত স্থানে কোলন ব্যবহৃত হয় -
কয়টা বাজে কত মিনিট তা সংখ্যায় নির্দেশ করতে। যেমন: ৮: ৫০।
বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বসে। যেমন: আমি বললাম : পাশ করবই।
নাটকের চরিত্রের পরে ও সংলাপের আগে। যেমন: রাজা: উজিররা সবাই এসে হাসির হও।