কোন বস্তুর ক্রয়মূল্য ৫২৫ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত?
A ৫৮৮ টাকা
B ৫৭৫ টাকা
C ৫৯৫ টাকা
D ৫৮০ টাকা
Solution
Correct Answer: Option A
১২% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১২) = ১১২ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১২/১০০ টাকা
ক্রয়মূল্য ৫২৫ টাকা হলে বিক্রয়মূল্য = (১১২ × ৫২৫)/১০০ টাকা
= ৫৮৮ টাকা