কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?
Correct Answer: Option C
MS DOS হলো মাইক্রোসফটের প্রথম কম্পিউটার অপারেটিং সিষ্টেম । DOS -এর পূর্ণরূপ Disk Operating System । আশির দশকের প্রথম দিকে এর প্রচলন ছিল । ১৯৮৫ সালে এ DOS -এর উপর ভিত্তি করে তৈরি হয় Windows । এরপর ১৯৯৫ সালে ৩২ বিটের স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিষ্টেম Windows 95 তৈরি হয় । পরে এটিকে Windows 98 -এ উন্নীত করা হয় । এরপরে আসে যথাক্রমে Windows 2000 (মিলেনিয়াম), Windows XP, Windows Vista, Windows 7, Windows 8 ও সর্বশেষ Windows 11 ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions