সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?
Solution
Correct Answer: Option A
- ২১ ফেব্রুয়ারি, ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নতুন বাংলা ফন্ট 'পূর্ণ' এবং ৩টি সফটওয়্যার উচ্চারণ, কথা ও বর্ণ উন্মোচন করে।
- পূর্ণ ফন্টটি মূলত ইউনিকোডভিত্তিক ফন্ট।
- স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বিরামচিহ্ন, ইংরেজি বর্ণ, গাণিতিক চিহ্নসহ প্রয়োজনীয় সব সুবিধা ফন্টটিতে রয়েছে।
- বর্ণ হলো বাংলা ওসিআর সফটওয়্যার।
- 'কথা' সফটওয়্যারটি মুখের কথাকে লেখায় রূপাপন্তর করতে পারে।
- আর 'উচ্চারণ' নামের ট্রেক্সট টু স্পিচ সফটওয়্যারটি ওয়েবসাইটে থাকা সব তথ্য পড়ে শোনাতে পারে।