দুটি কোণ পরস্পর সমান এবং এদের একটির বাহু অপরটির এক বাহুর সমান্তরাল। কোণ দুটির অপর বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ?

A এরা পরস্পর সমান

B এরা পরস্পর সমান্তরাল

C এরা পরস্পরের উপর লম্ব

D এরা পরস্পর ছেদক

Solution

Correct Answer: Option B


চিত্রানুসারে, ∠A = ∠D
এখন AB || DE হলে
AC & DB ও পরস্পর সমান্তরাল হবে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions