নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে:
Correct Answer: Option C
Note: আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদি তিনটি তত্ত্ব বাস্তব্বাদ, উদারতাবাদ এবং কাঠামোবাদ এবং তাদের নব্য প্রতিদ্বন্দ্বী তত্ত্ব নয়া বাস্তববাদ ও নয়া উদারতাবাদ সবগুলোই ঐকমত্য পোষণ করে যে, বিশ্ব ব্যবস্থা পুরোটাই নৈরাজ্যমূলক । তবে এ নৈরাজ্যের ব্যাখ্যায় কীভাবে এ সমস্যার সমাধান করা যাবে সে বিষয়ে তাদের মধ্যে ভিন্নতা রয়েছে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions