বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ---
Correct Answer: Option C
মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে । এই মণ্ডলের বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ । তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়োনিস্ফিয়ার (Ionosphere) বা আয়নমণ্ডল বলে । তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয় । ভৃপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ফিরে আসে অর্থাৎ প্রতিফলিত হয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions