৭০ জন ছাত্রের জন্য এরুপ একটি হোস্টেল নির্মাণ করতে হবে যাতে প্রত্যেক ছাত্রের জন্য ৪.২৫ বর্গমিটার মেঝে ও ১৩.৬ ঘনমিটার শূন্যস্থান থাকে। ঘরটি ৩৪ মিটার লম্বা হলে, এর প্রস্থ ও উচ্চতা কত? 

A ৩.৭৫ মিটার, ১.২ মিটার 

B ৮.৭৫ মিটার, ৩.২ মিটার 

C ৮ মিটার, ৩ মিটার 

D ৩ মিটার, ১ মিটার 

Solution

Correct Answer: Option B

১ জন ছাত্রের জন্য প্রয়োজন ৪.২৫ বর্গমিটার মেঝে 

∴ ৭০ জন ছাত্রের জন্য প্রয়োজন (৪.২৫ x ৭০) = ২৯৭.৫০ বর্গমিটার মেঝে 

আমরা জানি, 

দৈর্ঘ্য x প্রস্থ = ক্ষেত্রফল 

⇒ প্রস্থ = ক্ষেত্রফল/দৈর্ঘ্য 
         = ২৯৭.৫০/৩৪
         = ৮.৭৫ মিটার 

আবার,

আয়তন = দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা 

⇒ আয়তন = ক্ষেত্রফল x উচ্চতা 

∴ উচ্চতা = আয়তন/ক্ষেত্রফল 
            = ১৩.৬/৪.২৫
            = ৩.২ মিটার 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions