Loading [MathJax]/extensions/tex2jax.js
 
এক ব্যক্তির পারিশ্রমিক তার পুত্রের পারিশ্রমিক অপেক্ষা ২০% বেশি। পু্ত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা কত ভাগ?

A ৭৫

B ৮০

C ৮৩

D ৮৫

Solution

Correct Answer: Option C

ধরা যাক,
পুত্রের পারিশ্রমিক = x টাকা।

তাহলে, পিতার পারিশ্রমিক
= (x + x এর ২০%) টাকা
= {x + (x/৫)} টাকা
= ৬x/৫ টাকা।

পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা কত ভাগ
= {x / (৬x/৫)} * ১০০%
= (৫/৬) * ১০০%
= ৮৩.৩৩%।

সুতরাং, পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের ৮৩.৩৩%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions