এক ব্যক্তির পারিশ্রমিক তার পুত্রের পারিশ্রমিক অপেক্ষা ২০% বেশি। পু্ত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা কত ভাগ?
Solution
Correct Answer: Option C
ধরা যাক,
পুত্রের পারিশ্রমিক = x টাকা।
তাহলে, পিতার পারিশ্রমিক
= (x + x এর ২০%) টাকা
= {x + (x/৫)} টাকা
= ৬x/৫ টাকা।
পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা কত ভাগ
= {x / (৬x/৫)} * ১০০%
= (৫/৬) * ১০০%
= ৮৩.৩৩%।
সুতরাং, পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের ৮৩.৩৩%