২০০ টাকায় ৮ টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রি করলে ৪০% লাভ হবে?
A ৬০ টাকা
B ৪৫ টাকা
C ৩৫ টাকা
D ৪০ টাকা
Solution
Correct Answer: Option C
২০০ টাকায় ৮ টি কমলা কিনলে প্রতিটি কমলার মূল্য = ২০০/৮ = ২৫ টাকা।
৪০% লাভের জন্য বিক্রয় মূল্য = মূল্য + (মূল্য * লাভের হার)।
= ২৫ + {২৫ * (৪০/১০০)}
= ২৫ + ১০
= ৩৫ টাকা।
সুতরাং, প্রতিটি কমলা ৩৫ টাকায় বিক্রি করলে ৪০% লাভ হবে।