মাইটোসিসের নিউক্লিয়াস বিভাজন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?

A ৩ টি

B ৪ টি

C ৫ টি

D ৬ টি

Solution

Correct Answer: Option C

- মাইটোসিস বিভাজনে প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং পরবর্তীকালে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে।
- বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এ অবস্থাকে ইন্টারফেজ পর্যায় বলে।
- মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে, পর্যায়গুলো হচ্ছে:
১. প্রােফেজ,
২. প্রাে-মেটাফেজ,
৩. মেটাফেজ,
৪. অ্যানাফেজ ও
৫. টেলােফেজ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions