Solution
Correct Answer: Option A
- সৌরবর্ণালীর সাতটি বর্ণের মধ্যে লাল, সবুজ ও আসমানী এই তিনটি বর্ণ পরিমাণমতো মিশিয়ে অপর যে কোন বর্ণ তৈরি করা যায়।
- এগুলো প্রত্যেকটি মৌলিক বর্ণ।
- আর যে সকল বর্ণ অন্য বর্ণের সমন্বয়ে তৈরি করা যায়, তাদেরকে যৌগিক বর্ণ বলে।
- লাল ও আকাশী মিলে বেগুনি বর্ণ তৈরি হয়।
- বেগুনি হলো যৌগিক বর্ণ।