একটি বিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থী আছে। ৩০ জন পদার্থ, ২৫ জন ইংরেজি এবং ১৩ জন উভয় বিষয়ই নিয়েছে। শতকরা কতজন শিক্ষার্থী পদার্থ অথবা ইংরেজি অন্ততঃ একটি বিষয় নিয়েছে?

A ৩২%

B ৩৬%

C ৪৭%

D ৫১%

Solution

Correct Answer: Option C

পদার্থ নিয়েছে = ৩০ জন
ইংরেজি নিয়েছে = ২৫ জন
উভয় বিষয় নিয়েছে = ১৩ জন

শুধুমাত্র পদার্থ নিয়েছে = ৩০ - ১৩ = ১৭ জন
শুধুমাত্র ইংরেজি নিয়েছে = ২৫ - ১৩ = ১২ জন

পদার্থ অথবা ইংরেজি অন্ততঃ একটি বিষয় নিয়েছে = শুধুমাত্র পদার্থ + শুধুমাত্র ইংরেজি + উভয় বিষয়
                                                             =১৭ + ১২ + ১৩ = ৪২ জন

শতকরা = (৪২ / ৯০) * ১০০%
          = ৪৬.৬৭% 
          ∼ ৪৭%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions