একটি শহরের ৪০% অশিক্ষিত এবং ৬০% গরীব। ধনীদের মধ্যে ১০% অশিক্ষিত। গরীবদের মধ্যে কত লোক অশিক্ষিত?

A ৩৬

B ৪০

C ৬০

D ৪৫

Solution

Correct Answer: Option A

ধরি, মোট জনসংখ্যা ১০০ জন 
দেওয়া আছে, ৪০% অশিক্ষিত এবং ৬০% গরিব

তাহলে,
অশিক্ষিত জনসংখ্যা= ৪০ জন 
শিক্ষিত জনসংখ্যা= ১০০-৪০ = ৬০ জন 

আবার,
গরিব জনসংখ্যা= ৬০ জন
ধনী জনসংখ্যা= ১০০-৬০= ৪০ জন

ধনীদের মধ্যে ১০% অশিক্ষিত= ৪০ এর ১০%= ৪ জন 

গরীবদের মধ্যে অশিক্ষিত= (মোট অশিক্ষিত- ধনী অশিক্ষিত)
                              = ৪০-৪ জন 
                              = ৩৬ জন 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions