Solution
Correct Answer: Option C
- টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত রোগ।
- ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মানবদেহের রোগঃ ডিপথেরিয়া, গণোরিয়া, টাইফয়েড জ্বর, কুষ্ঠ, টিটেনাস, নিউমোনিয়া, কলেরা ইত্যাদি।
- ভাইরাস দ্বারা সৃষ্ট মানবদেহের রোগঃ বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, জন্ডিস, এইডস, পোলিও ইত্যাদি।