একজন শিক্ষার্থী ভুলবশত একটি সংখ্যাকে ৩/৫ এর পরিবর্তে ৫/৩ দিয়ে গুণ করলো। হিসাবে ভুলের শতকরা হার কত?
Solution
Correct Answer: Option D
সংখ্যাদ্বয়ের পার্থক্য= (৫/৩)-(৩/৫) = (২৫-৯)/১৫ = ১৬/১৫
শতকরা ভুলের হার = (১৬/১৫)/(৫/৩) * ১০০
= (৪৮/৭৫) * ১০০
= (১৬/২৫) * ১০০
= ১৬ * ৪
= ৬৪