হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ' -এ বাক্যে কোন দিরুক্তির প্রয়োগ ঘটেছে?

A যুগ্মরীতি

B অব্যয়ের

C ধ্বনাত্মক

D পদাত্মক

Solution

Correct Answer: Option D

বাংলা ভাষায় বিভক্তিযুক্ত একটি পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলে। যেমন- হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। এ দুই বাক্যে পদাত্মক দিরুক্তির প্রয়োগ ঘটেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions