‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’- এটি কার উক্তি?
A মুসোলিনী
B হিটলার
C সালজার
D ফ্রাঙ্কো
Solution
Correct Answer: Option B
এডলফ হিটলার ২০ এপ্রিল ১৮৮৯ সালে অস্ট্রিয়ার ব্রানাউতে জন্মগ্রহণ করেন। তিনি ৩০ জানুয়ারি ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর হন। ৩০ এপ্রিল ১৯৪৫ হিটলার আত্মহত্যা করেন। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল ‘গেস্টাপো’। হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্হ ‘Mein Kampf’ (My Struggle)।