পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
A আটলান্টিক ও ভূমধ্যসাগর
B প্রশান্ত ও উত্তর মহাসাগর
C ভারত ও প্রশান্ত মহাসাগর
D আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
Solution
Correct Answer: Option D
পানামা খাল মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থিত। পানামা খাল খনন করে যুক্তরাষ্ট্র ১৯১৩ সালে। যুক্তরাষ্ট্র ১৫ ডিসেম্বর ১৯৯৯ সালে খালটি পানামার নিকট হস্তান্তর করে।