‘আবু গারিব’ বলতে কি বুঝায়?

A একজন বিখ্যাত দার্শনিক

B একটি যাদুঘর

C একটি জেলখানা

D একজন বৈজ্ঞানিক

Solution

Correct Answer: Option C

- আবু গারিব ইরাকের বাগদাদের কাছে অবস্থিত একটি কুখ্যাত কারাগার।
- এটি সাদ্দাম হোসেনের শাসনামলে রাজনৈতিক বন্দীদের নির্যাতনের জন্য ব্যবহৃত হত।
- ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর মার্কিন সেনাবাহিনী এই কারাগারের নিয়ন্ত্রণ নেয়।
- মার্কিন সেনাদের দ্বারা বন্দীদের নির্যাতনের ছবি ফাঁস হওয়ার পর আবু গারিব বিশ্বব্যাপী কুখ্যাতি লাভ করে।
- ২০১৪ সালে এই কারাগারটি বন্ধ করে দেওয়া হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions