Solution
Correct Answer: Option C
সূর্যরশ্মি বিচ্ছুরনের ফলে সৃষ্ট বর্ণালি হলো সৌর বর্ণালি। সৌর বর্ণালিতে সাতটি বর্ণ। যা বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। বর্ণালির লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি। দৃষ্টিগোচর উপরিউক্ত সাতটি বর্ণের আলোক সজ্জাকে দৃশ্যমান বর্ণালি বলে।