একটি পূর্ণ দোলনের সরল দোলকের যে সময় লাগে তাকে দোলনকাল বলে। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে দোলনার দোলনকাল বাড়বে। বালিকা উঠে দাঁড়ালে তখন দোলনাটির অভিকর্ষজ ত্বরণ (g) এর মান কমবে।
আমরা জানি,
সরল দোলকের ক্ষেত্রে T∝ L/g. g এর মান কমলে দোলনকাল (T) বৃদ্ধি পায়।