মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয়, কারণ-
A বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায়
B বায়ুমণ্ডলীয় ঘনত্ব বেড়ে যাওয়ায়
C বায়ুমণ্ডলে বেশি পরিমাণ ধূলিকণা থাকায়
D মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়
Solution
Correct Answer: Option D
সৌরতাপে ভূপৃষ্ঠ দিনের বেলায় উত্তপ্ত হয় এবং রাতের বেলায় এই তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ ঠান্ডা হয়। কিন্তু মেঘাচ্ছন্ন রাতে ভূপৃষ্ঠের বিকীর্ণ তাপ মেঘ ভেদ করে ঊর্ধ্বাকাশে যেতে পারে না বরং প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলে ফিরে আসে। এতে বায়ুমণ্ডল অধিক গরম থাকে এবং গরম অনুভূত হয়।