বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি-
A প্রশান্ত মহাসাগর
B আটলান্টিক মহাসাগর
C ভারত মহাসাগর
D দক্ষিণ মহাসাগর
Solution
Correct Answer: Option A
আয়তনে বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের আকৃতি বৃহদাকার ত্রিভুজের মতো। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরের আকৃতি অনেকটা ইংরেজি ‘S’ বর্ণের মতো। প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা ১১ কিলোমিটার।