ভূপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-
A ৭.৬ সে.মি.
B ৭৬ সে.মি.
C ৭২ সে.মি.
D ৭৬০ সে.মি.
Solution
Correct Answer: Option B
বায়ুর চাপ হচ্ছে ভূপৃষ্ঠের প্রতি একক জায়গায় বায়ুর গ্যাসের অনুগুলোর সংঘর্ষের ফলে প্রদত্ত বল। সমুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সেন্টিমিটার বা ৭৬০ মিলিমিটার বা ২৯.৯২ ইঞ্চি পারদ স্তম্ভের সমান।