কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
A ফার্ন
B ফণিমনসা
C পাথরকুচি
D আদা
Solution
Correct Answer: Option B
ফণিমনসা এক ধরনের কণ্টকময় উদ্ভিদ। এর অপর নাম ওপানসিয়া। এর কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। অপরদিকে, পাথর কুঁচি পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে।