"ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব"- উক্তিটি কার?

A রফিক আজাদ

B সুকান্ত ভট্টাচার্য

C কাজী নজরুল ইসলাম

D আবুল হোসেন

Solution

Correct Answer: Option A

"ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব"- উক্তিটি রফিক আজাদের "ভাত দে হারামজাদা" কবিতার অংশ।তার অন্যান্য বিখ্যাত উক্তি গুলো হলঃ 
যাও পত্রদূত, বোলো তার কানে-কানে মৃদু স্বরে সলজ্জ ভাষায় এই বার্তা,
কোমল পাথর, তুমি সুর্যাস্তের লাল আভা জড়িয়ে রয়েছো বরতনু"
 
“বালক ভুল করে পড়েছে ভুল বই,
পড়েনি ব্যাকরণ, পড়েনি মূল বই!
 
তাঁর প্রকাশিত গ্রন্থ:
- অসম্ভবের পায়ে,
- সীমাবদ্ধ জলে`
- সীমিত সবুজে,
- চুনিয়া আমার আর্কেডিয়া,

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions