"ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব"- উক্তিটি রফিক আজাদের "ভাত দে হারামজাদা" কবিতার অংশ।তার অন্যান্য বিখ্যাত উক্তি গুলো হলঃ
যাও পত্রদূত, বোলো তার কানে-কানে মৃদু স্বরে সলজ্জ ভাষায় এই বার্তা,
কোমল পাথর, তুমি সুর্যাস্তের লাল আভা জড়িয়ে রয়েছো বরতনু"
“বালক ভুল করে পড়েছে ভুল বই,
পড়েনি ব্যাকরণ, পড়েনি মূল বই!
তাঁর প্রকাশিত গ্রন্থ:
- অসম্ভবের পায়ে,
- সীমাবদ্ধ জলে`
- সীমিত সবুজে,
- চুনিয়া আমার আর্কেডিয়া,