Solution
Correct Answer: Option B
a) যক্ষ্মা:(বায়ুবাহিত)
- যক্ষ্মা রোগী কাশি, হাঁচি, বা কথা বলার সময় বায়ুতে ক্ষুদ্র বিন্দু (droplet) ছড়িয়ে দেয়। সুস্থ ব্যক্তি যদি এই ক্ষুদ্র বিন্দু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে তাহলে সংক্রমিত হতে পারে।
b) গনোরিয়া: (যৌন সংক্রামিত রোগ (STD)
- সংক্রমিত ব্যক্তির সাথে যৌন সম্পর্কের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে।
- গর্ভবতী মায়ের থেকে জন্মের সময় শিশুতেও এই রোগ সংক্রমিত হতে পারে।
- আরও কিছু যৌন সংক্রামিত রোগ: সিফিলিস, হারপিস, এইচআইভি, ট্রাইকোমোনিয়াসিস, প্যাপিলোমা ভাইরাস (HPV), হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি।
c) টাইফয়েড:(দূষিত খাবার ও পানিবাহিত)
- টাইফয়েড রোগীর মল ও মূত্রে সালমোনেলা টাইফি জীবাণু থাকে।
- দূষিত খাবার ও পানি খাওয়ার মাধ্যমে এই জীবাণু মানুষের দেহে প্রবেশ করে।
d) ম্যালেরিয়া: (মশাবাহিত)
- ম্যালেরিয়া বাহক মশা (আনোফিলিস) মানুষের রক্ত পান করার সময় প্যারাসাইট (প্লাজমোডিয়াম) মানুষের দেহে প্রবেশ করে।