Solution
Correct Answer: Option B
- শহীদুল্লা কায়সার ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী।
- তার প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা।
- তিনি ১৯৬৯ সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক এবং সাহিত্যে ১৯৯৮ সালে গল্পে অবদান রাখার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- সংশপ্তক (১৯৬৫),
- সারেং বউ (১৯৬২)।
স্মৃতিকথাঃ
- রাজবন্দীর রোজনামচা (১৯৬২)।
ভ্রমণবৃত্তান্তঃ
- পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬)।
অন্যদিকে,
- 'কারাগারের রোজনামচা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- 'রাজবন্দীর জবানবন্দী' - কাজী নজরুল ইসলাম।
- 'বায়ান্নোর জবানবন্দী' - এম.আর. আখতার মুকুল।