অবদান ও অবধান - শব্দজোড়ের অর্থ কোনটি ?
A সৎকর্ম ও মনোযোগ
B দান ও আবেগ
C সৎকাজ ও অজ্ঞাত
D দান ও মনোযোগ
Solution
Correct Answer: Option A
- অবদান মানে হলো সৎকর্ম বা ভালো কাজ, যা কোনো কিছুতে ইতিবাচক ভূমিকা রাখে।
- অবধান মানে হলো মনোযোগ বা কোনো কিছুতে গভীর মনোযোগ দেওয়া।