Solution
Correct Answer: Option B
বাংলা সাহিত্যের মধ্যযুগে দেবদেবীর গুণগান অর্থাৎ ধর্মবিষয়ক যেসব আখ্যান কাব্য রচিত হয়েছে সেসব কাব্যই মঙ্গলকাব্য। মনসামঙ্গল, চন্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল- এদের মধ্যে বিশেষ স্থান দখল করে আছে ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল। তাকে নাগরিক কবিও বলা হয়।
- রবীন্দ্রনাথ ভারতচন্দ্রের কাব্যকে ‘রাজকণ্ঠের মণিমালা’র সাথে তুলনা করেছেন।
- অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত।যথা : শিবনারায়ণ, কালিকামঙ্গল, মানসিংহ-ভবানন্দ খণ্ড
- তিনি সভাকবি ছিলেন নবদ্বীপের (নদীয়া) রাজা কৃষ্ণচন্দ্রের।
- তাকে ‘রায় গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো-
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন',
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে',
- 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়',
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'