ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
Solution
Correct Answer: Option B
• বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ইতিহাস হলো স্থল সীমান্ত চুক্তি পাস।
• ৭ মে,২০১৫ ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিলটি পাস হয়।
• বিলের পক্ষে ৩৩১ ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি।
• এর আগে ৬ মে,২০১৫ রাজ্যসভায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত বিলটি সর্বসম্মতক্রমে (১১৯তম সাংবিধানিক সংশোধনী) পাস হয়।
• ভুল সংশোধন করে বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত সংবিধান সংশোধনী বিল ১১মে ২০১৫ এ পুনরায় ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়েছে ।
• বিলের পক্ষে ১৮১টি ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি।
• করতালির মধ্য দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পাসের প্রস্তাব করেন।
• ইতোপূর্বে রাজ্যসভায় পাস হয়ে যাওয়া বিলটিকে ভারতের ১১৯তম সংবিধান সংশোধনী বিল বলা হলেও আসলে এটি ছিলো ১০০তম সংবিধান সংশোধনী বিল।
• বিলের ক্রমিক সংখ্যা ১১৯ ছিলো।