‘কৌশলে কার্যোদ্ধার’ এর অর্থ কী?
A গাছে তুলে মই কাড়া
B এক ক্ষুরে মাথা মোড়ানো
C ধরি মাছ না ছুঁই পানি
D আকাশের চাঁদ হাতে পাওয়া
Solution
Correct Answer: Option C
‘ধরি মাছ না ছুঁই পানি’ বলতে বুঝায় কৌশলে কার্যোদ্ধার করা। মাছ ধরবে অথচ পানি স্পর্শ করবে না। একক্ষুরে মাথা মুড়ানো অর্থ বোঝায় একই স্বভাবের মানুষ। গাছে তুলে মই কাড়া বলতে বুঝায় প্ররোচনা দিয়ে কঠিন কাজে লিপ্ত করার পরে অসহায় অবস্থায় ফেলে যাওয়া।