তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

A পূর্ব পদ

B পর পদ

C অন্য পদ

D উভয় পদ

Solution

Correct Answer: Option B

যে সমাসে পূর্বপদের কারকের বিভক্তিচিহ্ন বা বিভক্তিস্থানীয় অনুসর্গের লোপ হয় এবং পরপদের অর্থই প্রধান হয় , তাকে তৎপুরুষ সমাস বলে | যেমন:-- রথকে দেখা = রথদেখা লোককে দেখানো=লোকদেখানো

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions