মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কোনটি?

A ছাবেদ আলী

B জামাল সাহেব

C ড. মালেক

D অধ্যাপক সুদীপ্ত শাহীন

Solution

Correct Answer: Option D

আনোয়ার পাশার মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস 'রাইফেল রোটি আওরাত '। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আনোয়ার পাশা এপ্রিল এটি রচনা করেন এবং জুন মাসে সমাপ্ত করেন .

- ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদালয় এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালায় ,তার বিস্তারিত বর্ণনা আছে এ উপন্যাসে ।

- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।

- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে - ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions