Solution
Correct Answer: Option D
• বিষ্ণু দে একজন বিখ্যাত বাঙালি কবি লেখক এবং চলচ্চিত্র সমালোচক। তাঁর রচিত গ্রন্থ-
- ছড়ানো এই জীবন (আত্মজীবনী)
- উর্বশী ও আর্টেমিস (১৯৩২)
- চোরাবালি (১৯৩৮)
- পূর্বলেখ (১৯৪০)
- রুচি ও প্রগতি (১৯৪৬)
- সাত ভাই চম্পা (১৯৪৪)
- সাহিত্যের ভবিষ্যৎ (১৯৫২)
- সন্দীপের চর (১৯৪৭)
- অন্বীষ্টা (১৯৫০) ইত্যাদি।