‘ষড়ঋতু’ কোন সমাস?

A দ্বন্দ্ব

B কর্মধারয়

C বহুব্রীহি

D দ্বিগু

Solution

Correct Answer: Option D

• সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
• দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধার‍য় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।

- ত্রিকাল (তিন কালের সমাহার),
- চৌরাস্তা (চৌরাস্তার সমাহার),
- তেমাথা (তিন মাথার সমাহার),
- শতাব্দী (শত অব্দের সমাহার),
- পঞ্চবটী (পঞ্চবটের সমাহার),
ষড়ঋতু (ছয় ঋতুর সমাহার),
- ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার),
- ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার),
- নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার),
- তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার),
- এছাড়াও পঞ্চনদ, পঞ্চভূত, , দশ চক্র, অষ্টধাতু, সপ্তর্ষি, ত্রিভুজ, চতুর্ভুজ, চতুরঙ্গ, ত্রিমোহিনী, ত্রিভুবন, চতুর্দশপদী, তেরনদী, সাতসমুদ্র ইত্যাদি দ্বিগু সমাসের উদাহরণ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions