-বাক্যের ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে কর্ম পাওয়া যায়।
-ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় রেখো মা কাকে মনে, তাহলে এর উত্তরে ‘দাসেরে’ পাওয়া যাবে বলে এটি কর্মকারক।
-‘রে’ বিভক্তি থাকায় এখানে হবে কর্মে ২য়া।
কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা : রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।
আরিফ বই পড়ে।
এমন ছেলে আর দেখিনি।
বাঁশি বাজে।
কারক পড়ায় তারক ঠাকুর।
• দ্বিতীয়া: আমারে (আমা+রে) তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।
রেখো মা দাসেরে মনে।
রহিম ধোপাকে কাপড় ধুতে দিল।
• ষষ্ঠী : আমাদের একটি গল্প বলুন
• সপ্তমী: জিজ্ঞাসিবে জনে জনে।
আমার গানের মালা আমি করব কারে দান।
গুরুজনে ভক্তি কর।
পড়াশোনায় মন দাও।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।