‘মুখ’ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে?

A জহির রায়হান

B আব্দুল জব্বার খান

C শেখ নিয়ামত আলী

D খান আতাউর রহমান

Solution

Correct Answer: Option B

- 'মুখ ও মুখোশ' বাংলাদেশের (তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র।
- ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান।
- অমরেন্দ্রনাথ চৌধুরী পরিচালিত ‘জামাই ষষ্ঠী’ হলো উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র।
- আরদেশির ইরানি পরিচালিত 'আলম আরা' ছবিটি যা ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র হিসেবে স্বীকৃত।
- হীরালাল সেন পরিচালিত ‘আলী বাবা ও চল্লিশ চোর’ হলো উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions