Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা?
Solution
Correct Answer: Option C
- ১৯৭১ সালে স্বাধীনতার পর এপিপি ও পিপিআই ব্যুরো পরিত্যক্ত ঘোষিত হয় এবং এপিপি রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নামে রূপান্তরিত হয়।
- পিপিআই প্রাথমিকভাবে বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল (বিপিআই) নামে কার্যক্রম শুরু করে এবং শীঘ্রই বাসস-এর সঙ্গে একীভূত হয়।
- বর্তমানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন প্রধান প্রধান সংস্থাগুলির মধ্যে রয়েছে: ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), আনন্দ বাংলা সংবাদ লিমিটেড (এবিএএস), বাংলাদেশ নিউজ সার্ভিস (বিএনএস), নিউজ মিডিয়া, নিউজ নেটওয়ার্ক, প্রোব নিউজ এজেন্সি (PNA), প্রেস নেটওয়ার্ক, সাউথ এশিয়ান নিউজ এজেন্সি (এসএএনএ) এবং চট্টগ্রাম ভিত্তিক বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)।
- বর্তমানে বাংলাদেশের বেশির ভাগ নিউজ এজেন্সিগুলি অনলাইন ভিত্তিক।