‘কুুসুম্বা’ মসজিদ কোথায় অবস্থিত?

A বাগেরহাট জেলায়

B ঢাকার লালবাগে

C পুরনো ঢাকা

D নওগাঁ জেলায়

Solution

Correct Answer: Option D

- কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ।
- কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে, পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত।
- বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions